মিরসরাইয়ের মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরীরর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্মীয় শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রাফেল চৌধুরী, শাহাদাতুল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, জ্যোৎস্না আরা বেগম, আলমগীর কবির, আব্বাস উদ্দিন ও রিয়াদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে দুইদিন ব্যাপী বার্ষিক, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৫ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।